নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন জয় করা যে কোনো দলের জন্যই বিরাট চ্যালেঞ্জের। এশিয়ার দলগুলোর কাছে সেটা আরো অবিশ্বাস্য ব্যাপার। সবশেষ ১১ বছর আগে এশিয়ার কোনো দল কিউইদের মাটিতে জয়ের দেখা পেয়েছিল। এত বছর পর এই কাজটা কী সহজভাবেই না করে ফেলল বাংলাদেশ!
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বুধবার (৫ জানুয়ারি) এক টুইট বার্তায় হাইকমিশনার এ অভিনন্দন জানান।
টুইটে ডিকসন লিখেছেন, অসাধারণ ফলাফলের জন্য টাইগারদের অভিনন্দন! টেস্ট ক্রিকেট কীভাবে খেলা উচিত সত্যিই দেখিয়েছে তারা (টাইগাররা)।
এর আগে বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মিলার বাংলাদেশ ক্রিকেট দল ভক্তদের অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছেন, বাহ্, টাইগারদের কী পারফরম্যান্স! এ অবিশ্বাস্য জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল তাদের লাখ লাখ ভক্তদের অভিনন্দন।