বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। এবারের আসরের জন্য দেশি-বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগামী ২২ জানুয়ারি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কুমিল্লা। তবে এই ম্যাচে লিটন দাসকে পাচ্ছে না কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় সূত্র এমনটিই জানিয়েছে।
মূলত নিউজিল্যান্ড থেকে টেস্ট সিরিজ শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। অনেক আগেই বোর্ডের পক্ষ থেকে দলগুলোকে বলা হয়েছিল, ক্রিকেটাররা বিশ্রাম চাইলে তাদের বিশ্রাম দেওয়ার জন্য।
বিশ্রামের কারণে প্রথম ম্যাচে খেলবেন না লিটন। তবে লিটনের ব্যাপারে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লিটনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও আমার সঙ্গে ওর দেখা হয়নি। আগে ওর সাথে কথা হোক পরে সিদ্ধান্ত নিব।