বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস আবারও বাংলাদেশে এসেছেন। তবে এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব নিতে বাংলাদেশে এসেছেন।
সোমবার (১৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন তিনি। কুমিল্লার অনুশীলনে যোগ দেন তিনি। গত ১৫ জানুয়ারি তিনি বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে।
বিপিএলের অষ্টম আসরে কুমিল্লার পরামর্শক হিসেবে দেখা যাবে রোডসকে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশ বরেণ্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
মূলত সালাউদ্দিনকে প্রধান কোচ হিসেবে পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কায় থেকে রোডসের সঙ্গে যোগাযোগ করেছিল কুমিল্লা। রোডস তখন কুমিল্লার হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
পরবর্তীতে সালাউদ্দিনও আনুষ্ঠানিকভাবে কোচ হতে সম্মতি জানান। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ দুইজনকে নিয়েই কাজ করতে চায়। দলটির প্রধান কোচ হিসেবে সালাউদ্দিন ও পরামর্শক হিসেবে দেখা যাবে রোডসকে।
এর আগে ২০১৮ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেন স্টিভ রোডস। কিন্তু ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পর দায়িত্ব হারান তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড: মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।