আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আসর শুরুর আগে শোনা যাচ্ছিল, এবারের বিপিএলে গ্যালারিতে ফিরবে দর্শক। অর্ধেক দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন বলে শোনা যাচ্ছিল।
তবে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপিএলে দর্শক না থাকার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্যালারিতে থাকবে না কোনো দর্শক। তবে গ্যালারিতে থাকবেন বিসিবির আমন্ত্রিত দর্শক ও দলগুলোর কিছু সমর্থক। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। এ মুহূর্তে মাঠে দর্শকদের প্রবেশ সম্ভব নয়। পরিস্থিতি ভালো হলে, পরের রাউন্ডে অথবা যেকোনো সময় সরকারের অনুমতি পেলে মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা করা হবে।
আমন্ত্রিত অতিথি ছাড়া মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, নিজস্ব নিরাপত্তা কর্মী, গ্রাউন্ডসম্যান, প্রোডাকশনে জড়িতরা। তবে তারা খেলোয়াড়দের থেকে দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট জায়গায় থাকবেন।