Breaking News
Home / খেলাধুলা / চমক দিতেই মাঠে অনুশীলনে সাকিব

চমক দিতেই মাঠে অনুশীলনে সাকিব

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। ফিটনেস পরীক্ষায় উতরে গেলেই খেলতে পারবেন চট্টগ্রাম টেস্টে। তবে এর আগেই মাঠে অনুশীলনে নেমেছেন এই অলরাউন্ডার।

শনিবার সকাল ১০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন সাকিব। সেখানে এসে প্রথমে উইকেট দেখেন। এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেছেন সাকিব।

এরপর ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। ব্যাটিং অনুশীলনও করেছেন তিনি। উল্লেখ্য যে, সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দুদলের মধ্যকার প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে শুরু হবে।

Check Also

চমক রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট, …

Leave a Reply

Your email address will not be published.