চলতি আইপিএলে নিজেরা কোনও ম্যাচ জিতে আরসিবি এমন উচ্ছ্বাসে মেতেছে কিনা সন্দেহ। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিতেই বাঁধনছাড়া উচ্ছ্বাস দেখা যায় ব্যাঙ্গালোর শিবিরে।
সেটাই অবশ্য স্বাভাবিক। দিল্লি হারতে প্লে-অফের টিকিট হাতে পায় আরসিবি। দিল্লি জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ম্যাচের আগে থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমর্থন করে আসছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। বিরাট কোহলি-সহ আরসিবি তারকারা আলাদাভাবে রোহিতদের সমর্থনে গলা ফাটান।
টিম হোটেলে একসঙ্গে বসে মুম্বই বনাম দিল্লি ম্যাচ দেখেন কোহলিরা। মুম্বইয়ের জয়ের পরে পাগলের মতো নাচতে দেখা যায় কোহলিদের। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় রোহিতদের ধন্যবাদ জানাতে ভুল করেননি। মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ জানিয়েছে আরসিবি ফ্র্য়াঞ্চাইজিও।