বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসরকে সামনে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার যে দল সাজিয়েছে, তাতে বড় নাম খুব কমই আছে। যে কারণে দল গঠন নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। তবে এবার প্রশংসা কুড়ানোর মতো এক সাইনিংয়ের ঘোষণা দিল দলটি।
জানুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া বিপিএলের জন্য পাকিস্তানের ডানহাতি পেসার শাহনেওয়াজ দহানিকে দলভুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ডিরেক্ট সাইনিংয়ে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি।
এক বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানায়, ‘দূর্দান্ত বোলিং নৈপুণ্যে সাম্প্রতিক সময়ে বেশ আলো কেড়েছেন ২৪ বছর বয়সী শাহনেওয়াজ দহানি। পাকিস্তান সুপার লিগের গেল আসরে সেরা বোলারের পুরষ্কার এই ডানহাতি পেসারের ঝুলিতে। মুলতান সুলতান্সের প্রথম পিএসএল শিরোপা জয়ে অন্যতম মূখ্য ভূমিকা ছিল তার।’
‘নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ন্যাশনাল টিমের জার্সি গায়ে পড়ে। এরপর যেন আরো দূর্দান্ত দাহানি। এশিয়া কাপ আর টি টুয়েন্টি মিশন শেষে এবার দাহানির ঠিকানা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওয়েলকাম শাহনেওয়াজ দাহানি। ওয়েলকাম টু চ্যালেঞ্জার্স ফ্যামিলি।’
একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার : আফিফ হোসেন ধ্রুব, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, ফরহাদ রেজা, তৌফীক খান তুষার।
বিদেশি ক্রিকেটার : বিশ্ব ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যামফার, ম্যাক্স ও’দোদ, উন্মুক্ত চাঁদ, উসমান খান, শাহনেওয়াজ দহানি।